যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ‘যুদ্ধকে ইরানিরা ভয় পায় না। আমার দেশ যুদ্ধ পরিস্থিতির’জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে।’
বিসিসির খবর অনুযায়ী, স্থানীয় সময় রোববার ইরাক সফরে গিয়ে এসব কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
আব্বাস আরাগচি বলেন, ‘আমরা যুদ্ধ পরিস্থিতির জন্য পুরোপুরি প্রস্তুত। আমরা যুদ্ধকে ভয় পাই না। তবে আমরা যুদ্ধ চাইও না। আমরা চাই শান্তি এবং আমরা গাজা ও লেবাননে ন্যায়সঙ্গত শান্তির জন্য কাজ করব। ’
লেবানন ও সিরিয়ায় হামলা এবং হামাস, হিজবুল্লাহ ও আইআরজিসির কমান্ডারদের হত্যার জবাবে গত ১ অক্টোবর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপরই প্রতিশোধের হুঙ্কার দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
এমন উত্তেজনাকর পরিস্থিতিতে কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ শুরু করেছে বলে জানা যায়।
এর আগে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় ইসরাইলের প্রতিশোধমূলক হামলার বিষয়ে ইরানের জনগণ ও এর স্বার্থ রক্ষায় ‘কোনো রেডলাইন’ বিবেচনায় নেয়া হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন আব্বাস আরাগচি।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা একটি পোস্টে তিনি লেখেন, ‘সাম্প্রতিক দিনগুলোতে যদিও আমরা এই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা রুখে দিতে ব্যাপক চেষ্টা করেছি। তবে এখন আমি স্পষ্টভাবে বলছি, আমাদের জনগণ ও স্বার্থরক্ষায় আমরা কোনও রেডলাইন মানবো না।’