লেবাননের বৈরুতের কেন্দ্রস্থলে ইসরায়েলের হামলা, নিহত ৬
লেবাননের বৈরুতের কেন্দ্রস্থলে ইসরায়েলি হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে এই হামলায় আরো বেশ কয়েকজন আহত হয়। ইসরায়েল বলেছে, তারা বৈরুতে একটি সুনির্দিষ্ট বিমান হামলা চালিয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, বৈরুতে পার্লামেন্টের কাছাকাছি একটি ভবনকে লক্ষ্যবস্তু করা হয়। লেবাননের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, তিনটি ক্ষেপণাস্ত্র দক্ষিণ উপশহর দাহিয়েহ-তে আঘাত হেনেছে। যেখানে গত সপ্তাহে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন।
এর আগে, বুধবার ইসরায়েলে ১৮১টি ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান। একটি ক্ষেপনাস্ত্র তেল আবিবের কাছে দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের সদরদপ্তরের কাছে গিয়ে পড়েছ। সামাজিক মাধ্যমে আসা এক ভিডিওতে দেখা গেছে, তেহরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মোসাদের সদরদপ্তরের কাছে বিশাল এক গর্ত তৈরি হয়েছে। এদিকে ইরান ও ইসরায়েলকে সংযমের আহবান জানিয়েছে যুক্তরাজ্য, ভারত, স্পেন, ফ্রান্স, জার্মানি, জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশ।
হামলায় ইরানের বিরুদ্ধে কোন পদক্ষেপ না নেয়ায়, জাতিসংঘের মহাসচিব গুতরেসকে নিষিদ্ধ করেছে ইসরায়েল। ইরানের হামলার ব্যাপারে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন ইসরায়েলের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র।