ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
আপডেট : ২২ ফেব্রুয়ারী, ২০২১ ১০:০৭

মালদ্বীপের সঙ্গে ৫ কোটি ডলারের প্রতিরক্ষা চুক্তি ভারতের

অনলাইন ডেস্ক
মালদ্বীপের সঙ্গে ৫ কোটি ডলারের প্রতিরক্ষা চুক্তি ভারতের

মালদ্বীপের সঙ্গে ৫ কোটি ডলারের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে ভারত। দ্বীপরাষ্ট্র মালদ্বীপের নৌসীমানায় সক্ষমতা বাড়ানোর জন্য তাদেরকে এই ৫ কোটি ডলারের ঋণ দিচ্ছে নয়া দিল্লি। এ খবর দিয়েছে ভারতের হিন্দুস্তান টাইমস। 

এই চুক্তি স্বাক্ষরের পর রবিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, সর্বদা মালদ্বীপের একটি নির্ভরযোগ্য অংশীদার হয়ে থাকবে ভারত। 

খবরে বলা হয়েছে, দু’দিনের সফরে মালদ্বীপে রয়েছেন জয়শঙ্কর। এ সময়ে তিনি দেশটির প্রতিরক্ষামন্ত্রী মারিয়া দিদি’র সঙ্গে আলোচনা করেছেন। এরপর টুইটে লিখেছেন, প্রতিরক্ষামন্ত্রী মারিয়া দিদি’র সঙ্গে আন্তরিক বৈঠক হয়েছে। আমাদের প্রতিরক্ষা সহযোগিতা বিনিময় হয়েছে।  

উপরে