ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
আপডেট : ২১ ফেব্রুয়ারী, ২০২১ ১০:০৭

বাড়ি বিক্রি করতে চলেছেন কমলা হ্যারিস, কেন?

অনলাইন ডেস্ক
বাড়ি বিক্রি করতে চলেছেন কমলা হ্যারিস, কেন?

যুক্তরাষ্টের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এখনও সরকারি বরাদ্দ ঘর পাননি। জানা গেছে, শিগগিরই হোয়াইট হাউসের স্থায়ী বাসিন্দা হতে চলেছেন তিনি। তাই সান ফ্রান্সিসকোতে নিজের অ্যাপার্টমেন্টটি বিক্রি করে দিতে চলেছেন তিনি। খবর এই সময়ের।

জানা গেছে, ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি পদে থাকাকালীন এই বাড়িটি কিনেছিলেন তিনি। ২০০৪ সালে কেনা বাড়িটির বাজারমূল্য প্রায় ৭ লাখ ৯৯ হাজার ডলার। অ্যাপার্টমেন্টটির একতলায় রয়েছে ডাইনিং রুম, অফিস। দ্বিতীয়তলায় রয়েছে একটি বেডরুম, বাথরুম এবং হল। চার বেডরুমের এই অ্যাপার্টমেন্টে রয়েছে একটি সুইমিং পুল। 

আপাতত প্রেসিডেন্ট জো বাইডেনের গেস্ট হাউসেই ঠাঁই হয়েছে কমলা হ্যারিস এবং তার স্বামী ডগলাস এমহফ। তবে এবার ব্লেয়ার হাউসে স্থানান্তরিত হতে চলেছেন তিনি। সেখানে রয়েছে ১১৯টি রুম এবং ১৪টি বেডরুম।

উপরে