ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
আপডেট : ১৮ ফেব্রুয়ারী, ২০২১ ১০:১৭

মিসরের কাছে মিসাইল বিক্রির অনুমোদন বাইডেন প্রশাসনের

অনলাইন ডেস্ক
মিসরের কাছে মিসাইল বিক্রির অনুমোদন বাইডেন প্রশাসনের

মিসরের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে বাইডেন প্রশাসন। মিসরীয় নৌবাহিনী নিজস্ব উপকূল ও লোহিত সাগরের আশপাশে প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য এসব মিসাইল কিনতে চায় দেশটি। মার্কিন পররাষ্ট্র বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, মিসরের কাছে ১৬৮টি মিসাইল বিক্রি করবে যুক্তরাষ্ট্র। মিসাইলগুলোর দাম পড়বে মোট ১৯৭ মিলিয়ন ডলার।

বিষয়টি শিগগিরই কংগ্রেসে পর্যালোচনা করা হবে জানিয়ে মার্কিন পররাষ্ট্র বিভাগ বলেছে, মিসাইল বিক্রির এই প্রস্তাবে অনুমোদন দিয়েছে বাইডেন প্রশাসন। বিবৃতিতে মিসরকে ‘মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার’ হিসেবেও উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন নতুন প্রশাসনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন জোটের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল। সম্প্রতি তিনি যে তিনটি বিষয়ে আমেরিকার সঙ্গে সহযোগিতার কথা বলেছেন তার মধ্যে ইরানের পরমাণু ইস্যু রয়েছে।

উপরে