মিয়ানমারের সামরিক সরকারকে চরম পরিণামের হুঁশিয়ারি
অনলাইন ডেস্ক
জাতিসংঘ এবার মিয়ানমারের বিক্ষোভকারীদের প্রতি সামরিক সরকারের কড়াকড়ির তীব্র সমালোচনা করেছে। সেনাবাহিনী কঠোর পন্থা অবলম্বন করলে ‘চরম পরিণাম’ ভোগের হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি। খবর আল জাজিরার।
জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বলেন, জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিনা শানার বার্জেনার জোর দিয়ে বলেছেন, জনগণের শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের প্রতি পুরোপুরি শ্রদ্ধা দেখাতে হবে এবং বিক্ষোভকারীদের সঙ্গে প্রতিহিংসা পরায়ণ আচরণ করা যাবে না।
এর ব্যতিক্রম হলে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে জাতিসংঘ জানায়, বিশ্ব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং কঠোর কোনো পথ অবলম্বন করলে মারাত্মক পরিণাম হতে পারে।