আরবি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে পাকিস্তানে
অনলাইন ডেস্ক
পাকিস্তানে আরবি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। সম্প্রতি সংক্রান্ত একটি বিল পাস হয়েছে দেশটির সিনেটে। পাকিস্তান মুসলিম লিগের সিনেট সদস্য জাভেদ আব্বাসি অধিবেশনে ‘আরবি ভাষা বিল ২০২০’ পেশ করলে, তা সর্বসম্মতিক্রমে পাশ হয়।
এতে বলা হয়েছে, এটি আইন হিসাবে অনুমোদিত হলে, রাজধানী ইসলামাবাদের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বাধ্যতামূলক আরবি ভাষা পাঠদান করা হবে। আর ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত আরবি ব্যাকরণ পড়ানো হবে।
উল্লেখ্য, আরবি ভাষা বিশ্বের প্রায় ২৫ টি দেশের অফিসিয়াল ভাষা। তাছাড়া আরবি ভাষা বিশ্বের সর্বাধিক প্রচলিত পাঁচটি ভাষার অন্যতম। আরবি ভাষা শিখে পাকিস্তানিরা মধ্যপ্রাচ্যে অনেক কাজের সুযোগ পাবে বলে সিনেট বিলটি তোলা হয়। সূত্র : ডন।