ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
আপডেট : ১৩ ফেব্রুয়ারী, ২০২১ ০৯:৪৯

ইরানে ব্যাপক পরিসরে রাত্রিকালীন যুদ্ধের মহড়া

অনলাইন ডেস্ক
ইরানে ব্যাপক পরিসরে রাত্রিকালীন যুদ্ধের মহড়া

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র পদাতিক বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল পাকপুর জানিয়েছেন, আইআরজিসি'র পদাতিক বাহিনী এই প্রথম ব্যাপক ভিত্তিক রাত্রিকালীন মহড়া সম্পন্ন করেছে। খবর পার্সটুডের।

এর আগেও রাত্রিকালীন মহড়ার আয়োজন হয়েছে কিন্তু এত বিশাল পরিসরে রাত্রিকালীন মহড়ার আয়োজন এই প্রথম বলেও তিনি জানান। 

জানা গেছে, গতরাতে রাত্রিকালীন যুদ্ধের এক বাস্তব পরিস্থিতি তৈরি করা হয়েছিল এবারের মহড়ায়। সেখানে লক্ষণীয় মাত্রায় ছিল অ্যাটাক হেলিকপ্টার, ড্রোন ও কামানের ব্যবহার। এই মহড়া চালানো হয় পদাতিক বাহিনীর বিভিন্ন শাখার মধ্যে সমন্বয়ের ভিত্তিতে।

উপরে