দক্ষিণ চীনা সাগরে উত্তেজনা, ফিলিপাইনের ‘কড়া ব্যবস্থা’
অনলাইন ডেস্ক
ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে দক্ষিণ চীনা সাগর। সেখানে অবস্থানরত কোস্টগার্ডদের জন্য নতুন আইন করেছে চীন। নতুন আইনে চীন উপকূলরক্ষীদের বিদেশী জাহাজ এবং বিতর্কিত অঞ্চলে অবৈধ নির্মাণ গুঁড়িয়ে দেওয়ার অনুমতি দিয়েছে। এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ফিলিপাইন।
ফিলিপাইনের মিলিটারি চিফ সিরিলিটো সোবেজানা বলেছেন, তারা জেলেদের রক্ষা করার জন্য দক্ষিণ চীন সাগরে তাদের নৌবাহিনীদের উপস্থতি বাড়াবে।
তিনি আরও জানান, আমাদের নৌবাহিনীদের উপস্থিতি চীনের বিরুদ্ধে যুদ্ধের জন্য নয় আমাদের জনগণকে রক্ষার জন্য। তবে তিনি বলেছেন, চীনের কোস্টগার্ডরা তাদের অঞ্চলে অনুপ্রবেশকারীদের ওপর গুলি চালাতে পারবে এমন ঘোষণা উদ্বেগজনক। চীনের নতুন এই আইনের বিরুদ্ধে ফিলিপাইনের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে।