মিয়ানমারে বিক্ষোভকারীদের ওপর রাবার বুলেট নিক্ষেপ
মিয়ানমারে সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত। এদিকে বিক্ষোভকারীদের দমাতে তাদের ওপরে রাবার বুলেট ছুড়েছে দেশটির পুলিশ। দেশটির রাজধানী নেপিদোতে একইসঙ্গে ক্রমাগত জলকামান ও টিয়ারশেল ব্যবহার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার ব্রিটিশ গণমাধ্যম এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
মিয়ানমারে সেনা অভ্যুত্থানে আটক নেত্রী অং সান সু চির মুক্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে মিয়ানমারজুড়ে সব শ্রেণি-পেশার মানুষ ধর্মঘট কর্মসূচি পালন করছেন। মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনে এবং দ্বিতীয় বৃহত্তম শহত মান্দালায় জড়ো হয়েছেন হাজার হাজার বিক্ষোভকারী।
এর আগে রবিবার মিয়ানমার তার ইতিহাসে যুগের সবচেয়ে বড় বিক্ষোভ দেখেছে। এর আগের দিন দেশজুড়ে ইন্টারনেট সেবা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়, যেন বিক্ষোভকারীরা একে অপরের সঙ্গে যোগাযোগ করতে না পারেন। তবুও দমন করা যায়নি মিয়ানমারের বিক্ষোভকারীদের।
গত বছরের নভেম্বর মাসে মিয়ানমারে অনুষ্ঠিত নির্বাচনে সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে চলতি বছরের ০১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দেশটির নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। দেশটির শাসনভার নেন সেনাপ্রধান মিন অং হলাইং। তার পর পরই মিয়ানমারে বছরব্যাপী জরুরি অবস্থা জারি করা হয়।