ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
আপডেট : ৮ ফেব্রুয়ারী, ২০২১ ০৯:৫২

ভারতে তুষার ধ্বস: অবিশ্বাস্যভাবে বেঁচে ফিরলেন ১৬ শ্রমিক

অনলাইন ডেস্ক
ভারতে তুষার ধ্বস: অবিশ্বাস্যভাবে বেঁচে ফিরলেন ১৬ শ্রমিক

ভারতের উত্তরাখণ্ডের চামোলিতে তুষার ধ্বসে একটি টানেলে আটকে পড়া ১৬ শ্রমিক অবিশ্বাস্যভাবে বেঁচে ফিরেছেন। তারা একটি বিদ্যুৎপ্রকল্পের কাজ করা অবস্থায় আটকা পড়েন।

শেষ খবর পাওয়া পর্যন্ত গতকাল রবিবার এই ঘটনায় ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর স্থানীয় প্রশাসন জানিয়েছে, তুষার ধ্বসে ১৫০ জনের বেশি নিখোঁজ রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, চামোলির ওই তুষার ধ্বসের সময় একটি সুড়ঙ্গে কাজ করছিলেন বিদ্যুৎপ্রকল্পের ১৬ জন শ্রমিক। আচমকা সেই সুড়ঙ্গের মুখ বন্ধ হয়ে গেলে কর্মীদের বেঁচে থাকার সম্ভাবনা নিয়ে শঙ্কা তৈরি হয়। তবে উদ্ধারকর্মীদের কয়েক ঘণ্টার চেষ্টায় একে একে ওই ১৬ শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়। উত্তরাখাণ্ডের মুখ্যসচিব ওম প্রকাশ জানিয়েছেন, তাদের অনেকেই জলের তোড়ে ভেসে গিয়ে থাকতে পারেন। তবে নিহত এবং আহত লোকের সংখ্যা আরও বাড়তে পারে।

উপরে