ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
আপডেট : ৭ ফেব্রুয়ারী, ২০২১ ০৯:৩৪

মার্কিন কংগ্রেসের কমিটি থেকে সেই 'মুসলিম বিদ্বেষী' নারী বহিষ্কার

অনলাইন ডেস্ক
মার্কিন কংগ্রেসের কমিটি থেকে সেই 'মুসলিম বিদ্বেষী' নারী বহিষ্কার

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভায় মার্জরি টেইলর গ্রেইন নামে এক নারী কংগ্রেস সদস্যকে দু’টি কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সিনেটরদের ভোটে বহিষ্কার হন তিনি। এর আগে, মার্জরি মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে আলোচনায় আসেন। খবর বিবিসি'র।

ওই নারী কংগ্রেস সদস্য নভেম্বরের নির্বাচনের আগে অসংখ্যবার উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। যা দেশটির আইন-শৃঙ্খলার জন্য হুমকি তৈরি করে। এছাড়া অভিযোগ রয়েছে, কোনো বিশ্বাসযোগ্য তথ্য-উপাত্ত ছাড়াই ডেমোক্র্যাটদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র তত্ত্বের অভিযোগ তোলেন মার্জরি। এছাড়া নানা সময়ে মুসলিমদের নিয়ে বর্ণবাদমূলক মন্তব্যের অভিযোগও ছিলো মার্জরি টেইলর গ্রেইনের বিরুদ্ধে।

উপরে