ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
আপডেট : ৫ ফেব্রুয়ারী, ২০২১ ০৯:৪৩

বাড়ছে উত্তেজনা, তুরস্কে চীনা দূতাবাসের সামনে উইঘুরদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক
বাড়ছে উত্তেজনা, তুরস্কে চীনা দূতাবাসের সামনে উইঘুরদের বিক্ষোভ

আঙ্কারায় নিযুক্ত চীনা দূতাবাসের বাইরে বৈঠক করেছে তুরস্কে বসবাসরত উইঘুর মুসলমানরা। বুধবার তারা সেখানে বৈঠকের পর চীনা দূতাবাসের কাছে দাবি জানিয়েছে, চীন সরকার তাদের পরিবারের সদস্যদের আটককেন্দ্রে নিয়ে গিয়ে কী অবস্থায় রেখেছে, তা জানাতে হবে।

এর আগে গত বছরের ডিসেম্বরে প্রায় একশ উইঘুর ইস্তাম্বুলে চীনা কনস্যুলেটের সামনে জমায়েত হয়ে শান্তিপূর্ণভাবে ১৮ দিন অবস্থান করে প্রতিবাদ জানায়। তাদের দাবি ছিল, ২০১৭ সাল থেকে তারা পরিবারের সদস্যদের খোঁজ পাচ্ছে না।

বিক্ষোভকারীদের পক্ষে মির্জাহমেত ইলিয়াসোগলু বলেন, অন্তত ৫১৯৯ জনের ব্যাপারে আমরা জানি। তাদের খোঁজ মিলছে না। চীনা কনস্যুলেটে এই তালিকা জমা দেওয়া হয়েছে। কিন্তু চীনা কর্মকর্তারা ওই নথি জমা নেয়নি। এদিকে চীনে উইঘুর আটককেন্দ্রে লাগাতার ধর্ষণ, যৌন হয়রানি ও শারীরিক নির্যাতনের নতুন অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও চীনের দাবি, বিবিসির যে প্রতিবেদনের ভিত্তিতে নিন্দা করেছে যুক্তরাষ্ট্র, ওই প্রতিবেদন সম্পূর্ণ ভুয়া।

সূত্র: আনাদলু অ্যাজেন্সি

উপরে