যে কারণে পারস্য উপসাগর থেকে রণতরী সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র
পারস্য উপসাগরে নয় মাস ধরে অবস্থান করা বিমানবাহী রণতরী ফিরিয়ে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরোধ বেশ বৃদ্ধি পেলেও চলমান উত্তেজনা কমানোর নজির হিসেবে নতুন প্রেসিডেন্ট জো বাইডেনকে এক্ষেত্রে কিছুটা নমনীয় হতে দেখা যাচ্ছে।
ট্রাম্প প্রশাসন উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর পর সেখানে নিরাপত্তার জন্য রণতরী রাখার প্রয়োজনীয়তা দেখছে না বাইডেন প্রশাসন জানিয়ে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, ইউএসএস নিমিতজ রণতরী স্ট্রাইক গ্রুপ মার্কিন সামরিক কেন্দ্রীয় কমান্ড থেকে ইন্দো-প্যাসিফিক কমান্ড অঞ্চলে সরিয়ে নেয়া হয়েছে। তবে রণতরীটি এখন যুক্তরাষ্ট্রেই ফিরিয়ে নেয়া হচ্ছে কিনা তা নিশ্চিত করেননি কিরবি। পারস্য উপসাগরে নয় মাস ধরে অবস্থান করছিল রণতরীটি।
প্রতিনিয়ত উপযুক্ত সক্ষমতার সঙ্গে হুমকি মোকাবিলার চেষ্টা করছি জানিয়ে কিরবি আরও বলেন, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ‘মনে করেন, মধ্যপ্রাচ্যে পাল্টা জবাব দেয়ার মত শক্তিশালী উপস্থিতি আমাদের রয়েছে।’