নাসার সর্বোচ্চ পদে ভারতীয় বংশোদ্ভূত ভব্যা
অনলাইন ডেস্ক
মার্কিন সংস্থা নাসা মহাকাশ গবেষণায় একাধিক নজির সৃষ্টি করেছে। এবার ভারতীয় বংশোদ্ভূত ভব্যা লাল সেই নাসার কার্যকরী চিফ অব স্টাফ হলেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ট্রানজিসন দলের সদস্য ছিলেন। গতকাল সোমবারই তার হাতে তুলে দেওয়া হয়েছে নাসা পরিচালনার দায়িত্ব।
নাসা এক বিবৃতিতে জানায়, ইঞ্জিনিয়ারিং ও মহাকাশ প্রযুক্তিতে দীর্ঘ দিনের অভিজ্ঞতা রয়েছে ভব্যার। ২০০৫ থেকে ২০২০ সাল পর্যন্ত বছর ইনস্টিটিউট ফর ডিফেন্স অ্যানালিসিস সায়েন্স অ্যান্ড টেকনলজি পলিসি ইনস্টিটিউটের গবেষক হিসেবে তিনি কাজ করেছেন।
দীর্ঘ ১৫ ধরে হোয়াইট হাউস অব সায়েন্স অ্যান্ড টেকনলজি পলিসি, ন্যাশনাল স্পেস কাউন্সিল, ফেডারেল স্পেস ওরিয়েন্টেড অরগানাইজেশন, প্রতিরক্ষা মন্ত্রণালয়-সহ নাসায় গবেষণা করেছেন ভব্যা। ৫ সবচেয়ে বড় ন্যাশনাল একাডেমি অব সায়েন্স কমিটিতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার কাছে।