ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
আপডেট : ১ ফেব্রুয়ারী, ২০২১ ০৯:৪৮

ইয়েমেনে গ্যাস স্টেশনে বিস্ফোরণে নিহত ২ ও আহত ৯০

অনলাইন ডেস্ক
ইয়েমেনে গ্যাস স্টেশনে বিস্ফোরণে নিহত ২ ও আহত ৯০

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত একটি এলাকার গ্যাস স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে দুই জন মারা গেছেন। আর এ ঘটনায় আরও ৯০ জন আহত হয়েছেন। 

দেশটির একজন স্বাস্থ্য কর্মকর্তার বরাতে আরব নিউজ এই খবর দিয়েছে। 

প্রকাশিত খবরে বলা হয়েছে, হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত বায়দা শহরের একটি গ্যাস স্টেশনে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত কমপক্ষে ২০ জনকে সানার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হুতিদের নিয়ন্ত্রিত গণমাধ্যমে ঠিক কি কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেটি উল্লেখ করা হয়নি। উল্লেখ্য, এই গ্যাস স্টেশনটি সম্প্রতি হুতি বিদ্রোহীরা তৈরি করেছিলেন। 

উপরে