ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
আপডেট : ১ ফেব্রুয়ারী, ২০২১ ০৯:৪৪

পরমাণু ইস্যু: ইরানের থেকে ছাড় আদায়ের চেষ্টা যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক
পরমাণু ইস্যু: ইরানের থেকে ছাড় আদায়ের চেষ্টা যুক্তরাষ্ট্রের

বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নতুন প্রশাসন পরমাণু সমঝোতায় ফেরার জন্য ইরানকে কিছু শর্ত দিয়েছে। এর মাধ্যমে আমেরিকা ইরানের দিক থেকে কিছু ছাড় আদায় করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্টের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান আব্বাস গোলরু।

তিনি রবিবার বার্তা সংস্থা ইরানপ্রেসকে দেয়া সাক্ষাৎকারে বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের যেসব কর্মকর্তা ইরানের সঙ্গে পরমাণু সমঝোতার আলোচনায় জড়িত ছিল তাদের বাইডেন প্রশাসন গুরুত্বপূর্ণ পদগুলোতে বসাচ্ছে বলে যে খবর প্রচার করা হচ্ছে বিষয়টি তেমন নয়।

এর কারণ হিসেবে তিনি বলেন, বাইডেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিঙ্কেন পরমাণু সমঝোতা প্রসঙ্গে যে মন্তব্য করেছেন তা থেকে বোঝা যায়, বাইডেন প্রশাসন এ বিষয়টির সহজ সমাধান চায় না। তিনি আরও বলেন, ওবামা ও তার পররাষ্ট্রমন্ত্রী জন কেরি যখন আলোচনার টেবিলে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় স্বাক্ষর করলেও পেছনে তার মার্কিন ব্যাংক ও কোম্পানিগুলোকে বলে দিয়েছিল যে, তারা যেন ইরানের সঙ্গে ব্যবসা বা ব্যাংকিং লেনদেন না করে।

উল্লেখ্য, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে ইরানের সঙ্গে আরও পাঁচ দেশকে সঙ্গে নিয়ে পরমাণু সমঝোতা সই করে আমেরিকা। কিন্তু পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের মে মাসে সে সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন। সূত্র: পার্সটুডে

উপরে