ঢাকা, রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২১ ১০:২৫

করোনা শনাক্তের নতুন কিট আবিষ্কার করল রাশিয়া

অনলাইন ডেস্ক
করোনা শনাক্তের নতুন কিট আবিষ্কার করল রাশিয়া

প্রাণঘাতী করোনাভাইরাসে যখন বির্যস্ত গোটা বিশ্ব তখন এই ভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন আবিষ্কার হওয়ায় কিছুটা স্বস্তিবোধ করছিল বিশ্ববাসী। কিন্তু সেই স্বস্তিকে আবারও হতাশায় পর্যবসিত করে নতুন রূপ ধারণ করে করোনাভাইরাস। বিশ্বব্যাপী এরই মধ্যে ছড়িয়ে পড়েছে করোনার এই নতুন রূপ। যেটি সাধারণ করোনার চেয়ে অনেক বেশি সংক্রামক ও প্রাণঘাতী। অবশ্য এ পর্যন্ত আবিষ্কৃত টিকাগুলো নতুন করোনার বিরুদ্ধেও কার্যকর বলে দাবি করা হচ্ছে। 

এদিকে, বৃহস্পতিবার নতুন একটি সুখবর দিল রাশিয়া। নতুন ধরনের এই করোনা শনাক্তের কিট আবিষ্কার করেছে দেশটি।

রাশিয়ার স্বাস্থ্যসেবা ওয়াচডগ প্রধান আন্না পেপোভা এই তথ্য জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির। তিনি রাশিয়ার টেলিভিশন চ্যানেলগুলোতে বলেছেন যে, তাদের আবিষ্কৃত নতুন এই কিট খুবই সহজে ব্যবহারযোগ্য এবং সেটি মাত্র ৪০ মিনিটের মধ্যে কার্যকরভাবে করোনার নতুন স্ট্রেইনকে শনাক্ত করতে সক্ষম। শিগগিরই এটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবে তারা।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ১৩৮ জন নতুন করে আক্রান্ত হয়েছে। মারা গেছে ৫৭৫ জন। এ পর্যন্ত দেশটিতে মোট ৩৮ লাখ করোনার রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে ৭৬ হাজার ৬৫১ জন।

উপরে