যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতের সংখ্যাকে ছাড়িয়ে
অনলাইন ডেস্ক
বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। প্রতিদিনই আক্রান্ত ও বাড়ছে মৃতের সংখ্যা। তবে সবচেয়ে ভয়াবহ অবস্থা যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে দেশটির নিহত সেনার সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ছিল চার লাখ পাঁচ হাজার ৪০০ জন। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেশটির চার লাখ পাঁচ হাজার ৩৯৯ জন সেনা নিহত হয়।
উল্লেখ্য, ২০ জানুয়ারি শপথ নেওয়া নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ইতোমধ্যে সতর্ক করে দিয়ে বলেছেন, মহামারির সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি এখনও আসেনি।