ইন্দোনেশিয়ার বিধ্বস্ত বিমানের ‘ব্ল্যাক বক্স’ উদ্ধার
ইন্দোনেশিয়ার অনুসন্ধান দল সম্প্রতি জাভা সাগরে বিধ্বস্ত হওয়া বোয়িং ৭৩৭ বিমানের একটি ‘ব্ল্যাক বক্স’ উদ্ধার করেছে। বিমানের ডেটা রেকর্ডার এই ব্ল্যাক বক্সটিকে উপকূলে আনা হয়েছে। তবে এখনো ককপিট ভয়েস রেকর্ডার শনাক্ত করার চেষ্টা করছে অনুসন্ধানকারীরা।
কর্তৃপক্ষের আশা যে ব্ল্যাক বক্সগুলো থেকে প্রাপ্ত তথ্য বিমানটি বিধ্বস্তের সম্ভাব্য কারণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেবে। বোয়িং ৭৩৭ সমুদ্রের ডুবে যাওয়ার সময় এতে ৬২ জন যাত্রী ছিলেন। তাদের কাউকেই জীবিত উদ্ধার সম্ভব হয়নি।
এর আগে গত রবিবার দেশটির জাতীয় পরিবহন নিরাপত্তা কমিটির প্রধান সোয়েরজান্তো জাহজোনো এক বিবৃতিতে বলেন, বিধ্বস্ত এসজে ১৮২ ফ্লাইটটির দুটি ব্ল্যাক বক্সের অবস্থান শনাক্ত করা হয়েছে। এরপর আজ মঙ্গলবার একটি ব্ল্যাক বক্স উদ্ধার সম্ভব হল।
৬২ যাত্রী নিয়ে বিধ্বস্ত বিমানটির সব আরোহীর মৃত্যু হয়েছে। ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ বলছে, তারা দুর্ঘটনার স্থান খুঁজে পেয়েছেন। তারা ধারণা করছেন, বোয়িং ৭৩৭ বিমানটি উড্ডয়নের চার মিনিটের মাথায় সাগরে বিধ্বস্ত হয়েছে। ফলে বিমানের কোনো যাত্রীর বেঁচে থাকার সম্ভাবনা নেই। সূত্র: বিবিসি।