ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
আপডেট : ১২ জানুয়ারী, ২০২১ ০৯:২৪

ভারতের ১০ রাজ্যে বার্ড ফ্লু, উদ্বিগ্ন মোদি

অনলাইন ডেস্ক
ভারতের ১০ রাজ্যে বার্ড ফ্লু, উদ্বিগ্ন মোদি

দিল্লি, মহারাষ্ট্র ও উত্তরাখণ্ডেও বার্ড ফ্লু দেখা দিয়েছে বলে ঘোষণা করল ভারতের কেন্দ্রীয় সরকার। গতকাল পর্যন্ত সাত রাজ্যে (উত্তরপ্রদেশ, কেরালা, রাজস্থান, মধ্যপ্রদেশ, হরিয়ানা, হিমাচল প্রদেশ, গুজরাট) এভিয়ান ইনফ্লুয়েঞ্জার দাপট দেখা গেছে আগেই। আজ তা বেড়ে দাঁড়িয়েছে দশ রাজ্যে। গোটা পরিস্থিতিতে উদ্বিগ্ন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

আজ তিনি জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মৎস্য, পশুপালন এবং দুগ্ধজাত পণ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দিষ্ট পরিকল্পনা নেওয়া হয়েছে। এই পরিকল্পনায় জেলা শাসকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আক্রান্ত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের মোদি জানিয়েছেন, জেলাশাসকদের যেন উপযুক্ত সহযোগিতা করে রাজ্যগুলো। সতর্কতা জারি করা হয়েছে অন্য রাজ্যগুলোতেও। সূত্র : আনন্দবাজার পত্রিকা।

উপরে