নেদারল্যান্ডে মুসলিম বিদ্বেষী নির্বাচনী প্রতিশ্রুতি ডানপন্থী নেতার
অনলাইন ডেস্ক
নেদারল্যান্ডের ফ্রিডম পার্টির ডানপন্থী ডাচ নেতা গির্ট ওয়াইল্ডার্স আসন্ন নির্বাচনে বিজয়ী হলে ইসলাম প্রতিহতকরণে মন্ত্রণালয় প্রতিষ্ঠাসহ চরম মুসলিম বিদ্বেষী নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন। খবর আল জাজিরার।
আগামী ১৭ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনের প্রতিশ্রুতি ওয়েবসাইটে প্রকাশ করে ডানপন্থী দলটি। এতে অভিবাসন ও শরণার্থীদের বন্ধকরণ ও ইসলাম প্রতিহতকরণে মন্ত্রণালয় প্রতিষ্ঠার কথা উল্লেখ করেছেন গির্ট ওয়াইল্ডার্স।
তিনি ইসলাম নিয়ে অবমাননকর মন্তব্যের পাশাপাশি, নেদারল্যান্ডে মুসলিম অভিবাসী ও শরণার্থীদের আবেদন অগ্রাহ্যকরণের কথা বলেছেন। এছাড়া গির্ট মসজিদ-মাদ্রাসা বন্ধকরণ, ইসলামী চেতনা বিস্তার রোধে কাজ করা ও নারীদের হিজাব পরিধানের নিষেধাজ্ঞা আরোপ করার কথাও প্রতিশ্রুতিতে জানিয়েছেন।