ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
আপডেট : ৯ জানুয়ারী, ২০২১ ০৯:৫৬

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের ভ্যাকসিনে ইরানের নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের ভ্যাকসিনে ইরানের নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দুই দেশের ভ্যাকসিনের ওপর আস্থা নেই বলে জানিয়েছেন তিনি। খবর আল-জাজিরার।

শুক্রবার টেলিভিশনে দেওয়া এক বক্তৃতায় তিনি বলেন, দুই ক্ষমতাধর পশ্চিমা দেশে তৈরি করোনার ভ্যাকসিনের ওপর আমার বিশ্বাস নেই। কারণ, করোনায় বিশ্বে মৃতের হার তাদের দেশে সবচেয়ে বেশি।

সেইসঙ্গে ফরাসি ভ্যাকসিনের ব্যাপারেও ‘সন্দেহ’ প্রকাশ করেছেন আলী খামেনি। এজন্য এসব দেশ থেকে করোনার ভ্যাকসিন আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন তিনি। আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, আমেরিকানরা যদি করোনার কোনো ভ্যাকসিন তৈরি করতে সফল হতো, তাহলে করোনায় দেশটির এত বিপর্যয় ঘটত না।

তিনি বলেন, যদি যুক্তরাষ্ট্র ভ্যাকসিন তৈরি করতে পারে, তাহলে তাদের নিজেদেরই এটি গ্রহণ করা উচিত যাতে দেশটিতে মৃতের হার কমে যেতে পারে। যুক্তরাজ্যের ক্ষেত্রে একই যুক্তি তুলে ধরেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

উপরে