ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
আপডেট : ৩ জানুয়ারী, ২০২১ ১২:৫৪

অবশেষে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করল সৌদি আরব

অনলাইন ডেস্ক
অবশেষে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করল সৌদি আরব

নতুন ধরনের করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আরোপ করা প্রবেশ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরব। রোববার (৩ জানুয়ারি) থেকে সাগর, স্থল ও আকাশপথে দেশটিতে প্রবেশ করা যাবে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংখ্যা এসপিএ এ খবর জানিয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা (এসপিএ) জানিয়েছে, রবিবার থেকে সাগর, স্থল ও আকাশপথে ফের দেশটিতে প্রবেশ করা যাবে।   দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকাসহ যেসব দেশে করোনার নতুন ধরনটি ছড়িয়েছে সেসব দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশের আগে অন্তত ১৪ দিন ওই দেশগুলোর বাইরে অবস্থান করতে বলা হয়েছে।

তবে প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও করোনা ভাইরাসজনিত কিছু বিধিনিষেধ বজায় রাখা হয়েছে বলে বলে জানান তিনি।

তবে, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা এবং অন্যান্য দেশ থেকে আসা সৌদি নাগরিক নয় এমন ব্যক্তিদের সৌদিতে প্রবেশের আগে কমপক্ষে ১৪ দিন এসব দেশগুলোর বাইরে থাকতে হবে।

যেসব দেশে করোনার নতুন স্ট্রেইন শনাক্ত হয়েছে সেসব দেশ থেকে আসা সৌদি নাগরিকদের ১৪ দিনের জন্য তাদের বাড়িতে পর্যবেক্ষণে থাকতে হবে।

করোনার নতুন স্ট্রেইন যুক্তরাজ্যে প্রথম শনাক্ত হলেও এখন পর্যন্ত ফ্রান্স, সুইডেন এবং স্পেনসহ আরও কিছু ইউরোপীয় দেশে সন্ধান পাওয়া গেছে। এছাড়াও, দক্ষিণ আফ্রিকা, জর্ডান, কানাডা এবং জাপানেও এটি শনাক্ত হয়েছে।

উপরে