পাকিস্তান এয়ারলাইনসের ওপর নিষেধাজ্ঞা বাড়ল ৩ মাস
পাকিস্তান আন্তর্জাতিক এয়ারলাইনসের (পিআইএ) ওপর জারি করা নিষেধাজ্ঞা আরো তিন মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি (ইএএসএ)। ইএএসএ জানিয়েছে, সুরক্ষা নিরীক্ষণের পর পিআইএর ওপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। খবর নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস'র।
জানা যায়, গত জুলাইয়ে নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে পাকিস্তান আন্তর্জাতিক এয়ারলাইনসের ফ্লাইট পরিচালনা করার অনুমোদন স্থগিত করেছিল ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি (ইএএসএ)। ওই নিষেধাজ্ঞার কারণে ইইউ সদস্য দেশগুলোতে ছয় মাসের জন্য ফ্লাইট পরিচালনা বন্ধ থাকে।
পাকিস্তান আন্তর্জাতিক এয়ারলাইনসের (পিআইএ) এক কর্মকর্তা জানান, বেশকিছু পরিবর্তন আনার পর এয়ারলাইনটি থেকে ফ্লাইট চলাচলের জন্য অস্থায়ী অনুমতি চাইলেও তা দেওয়া হয়নি। পিআইএ এয়ারলাইনসের অনুরোধের জবাবে হতাশাপূর্ণ বার্তা পেয়েছেন তাঁরা। তিনি বলেন, ইউরোপীয় এজেন্সিটির কাছে ইউরোপীয় দেশগুলোতে বিমান চালানোর জন্য অস্থায়ী অনুমতি চাওয়া হয়। কিন্তু অনুমতি পাওয়া যায়নি।