ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০২০ ১০:০১

গ্যাসোলিন চালিত গাড়ি বন্ধের পরিকল্পনা করছে জাপান

অনলাইন ডেস্ক
গ্যাসোলিন চালিত গাড়ি বন্ধের পরিকল্পনা করছে জাপান

কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে আগামী ১৫ বছরের মধ্যে গ্যাসোলিন চালিত গাড়ি বন্ধের পরিকল্পনা করছে জাপান সরকার। দেশটির সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে, ২০৫০ সালের মধ্যে প্রতিবছর সবুজ ও নিরাপদ জ্বালানি খাত প্রায় ২ ট্রিলিয়ন মার্কিন ডলার অর্জন করতে চায় দেশটি। করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক ধাক্কা কাটিয়ে ওঠার জন্য সবুজ বিনিয়োগকে বিশেষভাবে অগ্রাধিকার দিচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী ইউশিহিদে সুগা। 

দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ২০৩০-এর দশকের মধ্যে জীবাশ্ম জ্বালানি চালিত যানবাহনকে বিদ্যুৎ চালিত যান দ্বারা প্রতিস্থাপিত করা। এছাড়া সবুজ বিনিয়োগের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে বছরে ৯০ ট্রিলিয়ন ইয়েন বা ৮৭ হাজার কোটি ডলার আয়ের লক্ষ্যমাত্রা হাতে নিয়ে বিভিন্ন কোম্পানিকে কর রেয়াত ও অন্যান্য আর্থিক সুবিধা দেয়া হবে। ২০৫০ সালের মধ্যে তাদের এ খাত থেকে বছরে ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা।

উপরে