ঢাকা, সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০২০ ০৯:৪৯

ব্রিটিশ গুপ্তচর সংস্থায় লুকিয়ে থাকা রুশ স্পাই জর্জ ব্লেক মারা গেছেন

অনলাইন ডেস্ক
ব্রিটিশ গুপ্তচর সংস্থায় লুকিয়ে থাকা রুশ স্পাই জর্জ ব্লেক মারা গেছেন

ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআইসিক্সের সাবেক কর্মকর্তা এবং সোভিয়েত ইউনিয়নের গুপ্তচর জর্জ ব্লেক রাশিয়ায় মারা গেছেন। স্নায়ুযুদ্ধের সময় এই গুপ্তচর ‘ডাবল এজেন্ট’ হিসেবে সোভিয়েত ইউনিয়নের পক্ষে গোপনে এমআইসিক্সে কাজ করতেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর।

শনিবার (২৬ ডিসেম্বর) রাতে তিনি মারা যান উল্লেখ করে বিবিসি এক প্রতিবেদন প্রকাশ করে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্নায়ুযুদ্ধের সময়কার অন্যতম কুখ্যাত গুপ্তচর জর্জ ব্লেক মস্কোতে মারা গেছেন বলে রুশ মিডিয়ায় খবর বেরিয়েছে।

মি. ব্লেক ব্রিটিশ গুপ্তচর সংস্থা এমআইসিক্সে কাজ করলেও তিনি রাশিয়ার ডাবল এজেন্ট হয়ে কাজ করতেন। নয় বছর ধরে তিনি গোপনে রাশিয়ার কাছে তথ্য পাচার করেছিলেন। ১৯৬০ সালে লন্ডনে তাকে গ্রেফতার করা হয়। এরপর মি. ব্লেককে কারাগারে পাঠানো হয়। কিন্তু ১৯৬৬ সালে কারাগার থেকে পালিয়ে তিনি রাশিয়ায় চলে যেতে সক্ষম হন।

উপরে