ঢাকা, সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০২০ ১০:২৭

কৃষ্ণাঙ্গ হওয়ায় চিকিৎসা দেয়নি শ্বেতাঙ্গ চিকিৎসক, অবশেষে মৃত্যু

অনলাইন ডেস্ক
কৃষ্ণাঙ্গ হওয়ায় চিকিৎসা দেয়নি শ্বেতাঙ্গ চিকিৎসক, অবশেষে মৃত্যু

করোনায় আক্রান্ত এক কৃষ্ণাঙ্গ চিকিৎসকের সঙ্গে বর্ণবাদী আচরণের অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালের বিরুদ্ধে।

মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, চিকিৎসার জন্য ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ৫২ বছর বয়সী সুসান মুরে নামে ওই চিকিৎসক ইন্ডিয়ানা ইউনিভার্সিটি হসপিটাল নর্থের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন। মারা যাওয়ার আগে তিনি বলে যান, যুক্তরাষ্ট্রে চিকিৎসার ক্ষেত্রেও কালো মানুষেরা চরম বৈষম্যের শিকার। একজন চিকিৎসক হয়েও শ্বেতাঙ্গ চিকিৎসকের বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন বলে মৃত্যুর আগে এক ভিডিও পোস্টে অভিযোগ করে যান ডা. মুরে।

তিনি বলেন, আমি প্রচণ্ড শ্বাসকষ্টে ছটফট করলেও শ্বেতাঙ্গ চিকিৎসক আমাকে চিকিৎসা দিতে এগিয়ে আসেননি। ডা. মুরে করোনায় আক্রান্ত হয়ে গত ৪ ডিসেম্বর হাসপাতালটিতে ভর্তি হয়েছিলেন। গত রবিবার তিনি প্রচণ্ড শ্বাসকষ্টে মারা যান।

উপরে