ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০২০ ১০:৫৫

দক্ষিণ আফ্রিকায় তরুণদের মাঝে ব্যাপকভাবে ছড়াচ্ছে নতুন করোনা

অনলাইন ডেস্ক
দক্ষিণ আফ্রিকায় তরুণদের মাঝে ব্যাপকভাবে ছড়াচ্ছে নতুন করোনা

দক্ষিণ আফ্রিকার কর্তৃপক্ষ ইতোমধ্যেই বিশ্বস্বাস্থ্য সংস্থার সাথে মিলে করোনাভাইরাসের এক নতুন সংস্করণের ব্যাপারে তদন্ত শুরু করেছে।

এটির নাম ফাইভ জিরো ওয়ান ভি-টু (501.V2) এবং এটি চিহ্নিত করে কোয়াজুলু-নাটাল রিসার্চ ইনোভেশন এ্যান্ড সিকোয়েন্সিং প্ল্যাটফর্ম বা ক্রিস্প নামে এক গবেষণা প্রতিষ্ঠানের একটি দল।

এই ভাইরাস ইতোমধ্যেই দক্ষিণ আফ্রিকার বিভিন্ন স্থানে ব্যাপক মাত্রায় ছড়াচ্ছে, বিশেষ করে আগেকার তুলনায় এই নতুন রূপের করোনাভাইরাসটি তরুণ জনগোষ্ঠীকে বেশি করে সংক্রমিত করছে। বলা হচ্ছে, এটির সাথে যুক্তরাজ্যে দেখা দেওয়া মিউটেশনটির বেশ কিছু মিল আছে- তবে হুবহু এক রকম নয় ।

তবে আশার বাণী হচ্ছে, করোনাভাইরাসের নতুন মিউটেশনে টিকার কার্যকারিতা কমবে না বলে ধারণা করছেন বিজ্ঞানীরা

কিন্তু দক্ষিণ আফ্রিকায় এই ফাইভ জিরো ওয়ান ভি-টু এখন করোনাভাইরাসের প্রধান ভ্যারিয়েন্টে পরিণত হয়েছে।

ব্রিটেনের দক্ষিণে লন্ডন ও এসেক্স কাউন্টিতে এই নতুন মিউটেশন আগের ভাইরাসগুলোকে হটিয়ে দিয়েছে।

এগুলো হয়তো আগের চাইতে বেশি মাত্রায় ছড়াচ্ছে বলে সন্দেহ করা হচ্ছে, কিন্তু এখনও অনেক কিছুই স্পষ্ট নয়। সূত্র: বিবিসি বাংলা

উপরে