'বক্সিং ডে' টেস্ট খেলতে মুখিয়ে আছেন স্মিথ
বক্সিং ডে টেস্ট নিয়ে উত্তেজিত স্টিভ স্মিথ। চোট নিয়ে একেবারেই মাথা ঘামাচ্ছেন না। অ্যাডিলেডে রান না পেলেও দ্বিতীয় টেস্টে নামার জন্য মুখিয়ে রয়েছেন স্মিথ। তিনি বলেন, ‘বক্সিং ডে টেস্ট খেলতে নামলেই শিরদাঁড়া দিয়ে এক রকম ঠাণ্ডা স্রোত নামে।’
৩১ বছরের স্মিথ এখনও আগের মতোই সমান উত্তেজিত থাকেন বক্সিং ডে টেস্ট নিয়ে। ভারতের বিরুদ্ধে এই টেস্ট হবে মেলবোর্নে, যা স্মিথের পয়া মাঠ হিসেবেই পরিচিত। স্মিথ বলেছেন, ‘এ যেন স্বপ্ন সত্যি হওয়া। বক্সিং ডে তে ব্যাট করতে নামার একটা অন্য তাৎপর্য আছে। দর্শকের চিৎকারের সামনে কেমন যেন শিরদাঁড়া দিয়ে ঠাণ্ডা স্রোত নেমে যায়।’
ছোটবেলা থেকেই স্মিথ স্বপ্ন দেখতেন বক্সিং ডে টেস্ট খেলতে নামার। অ্যাডিলেডে প্রথম টেস্ট খেলতে নামার আগে স্মিথের চোট লেগেছিল। যদিও সেই চোট খুব বড় নয় বলেই জানিয়েছেন টেস্টের এক নম্বর ব্যাটসম্যান। তিনি বলে দিয়েছেন, ‘চোটের জায়গাটা এখনও কিছুটা শক্ত হয়ে রয়েছে। তবে প্রথম টেস্টে খেলার সময় খুব অসুবিধা হয়নি।’ দিবারাতের টেস্টে প্রথম ইনিংসে ১ রান করে আউট হন স্মিথ। তিনি বলেন, ‘হাঁটা চলা করলে বা শুয়ে থাকলে কোনও অসুবিধা হচ্ছে না। অনেকক্ষণ বসে থাকলে অসুবিধা হচ্ছে। তবে আমি ওটা নিয়ে চিন্তিত নই।’