শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশের লজ্জা এড়ালো পাকিস্তান
প্রথম দু’টি ম্যাচ হেরে আগেই টি-২০ সিরিজে হেরেছিল পাকিস্তান। তবে মঙ্গলবার (২২ ডিসেম্বর) শেষ ম্যাচ জিতে কিউয়িদের সিরিজ হোয়াইটওয়াশ আটকাল পাকিস্তান।
পাকিস্তানকে জেতাতে বড় ভূমিকা নেয় মহম্মদ রিজওয়ানের দুরন্ত ব্যাটিং। ম্যাকলিন পার্কে ১৭৪ রান তাড়া করতে নেমে শেষ ওভারে চার উইকেটে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। ম্যাচ হেরে রিজওয়ানের ব্যাটিংয়ের প্রশংসা করেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।
কিউয়ি ক্যাপ্টেন বলেন, ‘পাকিস্তান দারুণ খেলেছে। দ্বিতীয় ইনিংসে ওরা ক্লাস দেখিয়েছে। রিজওয়ানের ৫৯ বলে ৮৯ রানের ইনিংসে ম্যাচ জিতে সিরিজ ১-২ করে পাকিস্তান। রিজওয়ানকে সাহায্য করেন অভিজ্ঞ পাক ব্যাটসম্যান মোহম্মদ হাফিজ। দ্বিতীয় টি-২০ ম্যাচের তার ৯৯ রানের অপরাজিত ইনিংস দলকে জেতাতে পারেনি। কিন্তু এদিন ৪০ বছর বয়সি হাফিজের ২৯ বলে ৪১ রানের ইনিংস দলকে জয় এনে দেয়। বড় রান তাড়া করতে নেমে ওপেনার হায়দার আলি দ্রুত ডাগ-আউটে ফেরার পর দ্বিতীয় উইকেটে হাফিজ ও রিজওয়ান ৭২ রানের পার্টনারশিপ গড়তে পাকিস্তানকে জয়ের পথে এগিয়ে দেন।
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক শাদাব খান। শুরুতে দারুণ বোলিং করেন পাকিস্তানি বোলাররা। পাওয়ার প্লে-তে ওপেনার মার্টিন গাপ্টিল ও ক্যাপ্টেন উইলিয়ামসন ডাগ-আউটে ফিরে যান। কিন্তু ডেভন কনওয়ে ও গ্লেন ফিলিফসের ব্যাটে সাত উইকেট ১৭৩ রান তোলে নিউজিল্যান্ড। তবে কিউয়ি ইনিংসের মাঝে এক অদ্ভুদ ঘটনায় ম্যাচ কিছুক্ষণ বন্ধ থাকে।
নিউজিল্যান্ড ইনিংসের দ্বাদশ ওভারে সূর্যাস্তের সময় সরাসরি পিচে আলো পড়ায় ব্যাটসম্যানদের বল দেখতে অসুবিধা হয়। আলোচনার মাধ্যমে ম্যাচ কিছুক্ষণ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন আম্পায়ররা। পরে সম্পূর্ণরূপে সূর্যাস্ত হলে, তার পরে আবার খেলা শুরু হয়। তবে ম্যাকলিন পার্কে এই ঘটনা প্রথম নয়। এর আগে এমনটা ঘটেছিল গত বছর অর্থাৎ ২০১৯-এর জানুয়ারি। ভারত-নিউজিল্যান্ডের প্রথম ওয়ান ডে ম্যাচ তীক্ষ্ণ সূর্যের আলোর কারণে প্রায় ৩০ মিনিট ম্যাচ বন্ধ রাখা হয়েছিল। এর ফলে ভারতীয় ইনিংস কমিয়ে ৪৯ ওভার করা হয়।