যেভাবে বিষপ্রয়োগ করা হয় রাশিয়ার বিরোধী দলীয় নেতাকে
অনলাইন ডেস্ক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক ও বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনিকে বিষপ্রয়োগে হত্যার চেষ্টা করা হয়েছিল। গত আগস্টে সাইবেরিয়ান শহর টোমস্কে এ ঘটনা ঘটে। ওই সময় সাইবেরিয়া থেকে বিমানে করে মস্কোতে ফিরছিলেন নাভালনি। বিমানে অসুস্থ হয়ে পড়ায় স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এরপর তাকে জার্মানিতে নিয়ে আসা হয়। সেখানে বেশ কিছুদিন চিকিৎসা দিয়ে সুস্থ হন নাভালনি।
প্রথমে ধারণা করা হয়েছিল বিমানবন্দরে নাভালনি যে চা পান করেছিলেন তার মধ্যে বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল। তবে ২২ ডিসেম্বর মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তাদের একটি বিশেষ প্রতিবেদনে জানিয়েছে, নাভালনির পরা আন্ডারপ্যান্টে নার্ভ এজেন্ট নোভিচক নামের ওই বিষপ্রয়োগ করা হয়।
রাশিয়ার এফএসবি সিকিউরিটি সার্ভিসের এলিট টক্সিন টিমের এক প্রতিনিধির বরাত দিয়ে সিএনএন এ খবর প্রকাশ করেছে।