ফাইজারের টিকা অনুমোদন দিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন
অনলাইন ডেস্ক
করোনাভাইরাস প্রতিরোধে প্রথম কোনও টিকা অনুমোদন দিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর মধ্যে ফাইজারের টিকা অনুমোদনের জন্য সুপারিশ করেছে ইইউ’র বিশেষজ্ঞরা। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়, ফাইজারের টিকা অনুমোদনের জন্য সুপারিশ করেছে ইইউ’র ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা দ্য ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ)।
মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান বায়োএনটেক যৌথভাবে এ টিকা উদ্ভাবন করেছে। ইতোমধ্যে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র টিকাটি তাদের নাগরিকদের ওপর প্রয়োগ করা শুরু করেছে। ইএমএ’র সুপারিশের পর আগামী সোমবার ফাইজারের টিকার আনুষ্ঠানিক অনুমোদন দিতে পারে ইইউ। এর মধ্য দিয়ে ইইউ’র ২৭টি দেশের ৪৪৬ মিলিয়ন করোনার টিকা পেতে যাচ্ছে। তবে রবিবার থেকে ইইউ’র কিছু দেশে এ টিকার সরবরাহ শুরু হয়ে যাবে।