ভারতের আন্দোলনরত কৃষকদের অ্যাকাউন্ট ব্লক ফেসবুক-ইনস্টাগ্রামের
ভারতের নতুন কৃষি আইন নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দেশটির বিভিন্ন রাজ্যের হাজার হাজার কৃষক। সম্প্রতি কৃষকদের ফেসবুক-ইনস্টগ্রাম অ্যাকাউন্ট-পেজ সাময়িকভাবে ব্লক করা হয় বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার এনডিটিভি এ খবর প্রকাশ করেছে।
আন্দোলনকারী কৃষকরা জানান, রবিবার তাদের একটি সরাসরি সম্প্রচারকে ঘিরে অ্যাকাউন্টগুলো ব্লক করে দেওয়া হয়। ফেসবুকের এমন আচরণে অনলাইন সেন্সরশিপের অভিযোগ এনেছেন কৃষকরা। প্রায় তিন ঘণ্টার পর অ্যাকাউন্টগুলো ফিরিয়ে দেওয়া হয়।
ভারতের কৃষক আন্দোলনে 'কৃষাণ একতা মোর্চা' নামের পেজে অনুসারী সবচেয়ে বেশি। 'কমিউনিটি স্ট্যান্ডার্ডের বিরুদ্ধে যায়' এমন অভিযোগ এনে পেজটি সরিয়ে ফেলে ফেসবুক। ফেসবুক মালিকানাধীন ইনস্টাগ্রামেও তাদের পেজটিও সরিয়ে নেওয়া হয়। ভারতের ক্ষমতাসীন দল বিজেপি ও সরকারের পক্ষে ফেসবুক নিজেদের ব্যবসায়িক স্বার্থ টিকিয়ে রাখতে কাজ করে আসছে বলে অভিযোগ রয়েছে।