মুসলিম ব্রাদারহুডে যোগদান নিষিদ্ধ করল আল-আজহার
আল-আজহার ফতোয়া গ্লোবাল সেন্টার বলেছে, ইসলামী শরিয়াহ অনুযায়ী মুসলিম ব্রাদারহুড এবং অন্যান্য সন্ত্রাসী গ্রুপে যোগদান করা নিষিদ্ধ। কারণ স্রষ্টা বিভাজন ও মতবিরোধ নিষিদ্ধ করেছেন।
মিশরীয় সংবাদপত্র আল-ওাতান আল-আজহারের উদ্ধৃতি দিয়ে বলেছে, স্রষ্টা এমন কোনো পথ অনুসরণ করতে নিষেধ করেছেন, যা তাদের সত্যের পথে পরিচালনা করতে বাধা দেয়। একমাত্র কুরআন ও সন্নাহের ভিত্তিতে জীবন পরিচালনা করলে স্রষ্টার সান্নিধ্য লাভ করা যায়।
আল-আজহারের ফতোয়া গ্লোবাল সেন্টার আরও জানায়, এসব গোষ্ঠী বিভিন্ন গ্রন্থ বিকৃত করে তাদরে কাজ পরিচালনা করে। এতে তাদের ব্যক্তিগত স্বার্থ উদ্ধার হয়। তাই এসব উগ্রপন্থী দলে যোগদান করা শরিয়াহ অনুযায়ী নিষিদ্ধ। এ ব্যাপারে ইসলামী রিসার্স একাডেমির সদস্য আবদুল্লাহ আল-নাজ্জার বলেছেন, আইনিভাবে সন্ত্রাসী ব্রাদারহুডে যোগ দেওয়া নিষিদ্ধ করা হয়েছে। কারণ এই দলটি স্রষ্টার আইন লঙ্ঘন করে সন্ত্রাসবাদে জড়িয়ে পড়েছে। পাশাপাশি দলটি অনৈতিকতা ও আগ্রাসনে সহযোগিতা করে।
ইতিহাসে প্রথমবারের মতো এধরনের ফতোয়া দিল আল-আজহার বলে মন্তব্য করেছেন ধর্মীয় ও ইসলামিক আন্দোলন বিষয়ক গবেষক হুসেন আল-কাদী।
সূত্র: আরব নিউজ।