ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২০ ১৯:১৫

ফের বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল, অন্তত ৯ জন নিহত

অনলাইন ডেস্ক
ফের বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল, অন্তত ৯ জন নিহত

ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল। মৃত্যু হয়েছে ৯ জনের। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। আজ রবিবার সকালে পিডি-৫ অব দি সিটির স্পিন কলয় স্কোয়ারে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর এনবিসি নিউজের।

আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মাসুদ আনদারাবি টুইটারে এ খবর জানান। জানা গেছে, বিস্ফোরণস্থলে তিনটি গাড়িকে জ্বলতে দেখা গেছে। তবে ওই গাড়িগুলোই বিস্ফোরণের উৎস কিনা সেটা এখনো কেউই পরিষ্কার করেনি।

আফগান স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানিয়েছেন, কাবুল শহরে সন্ত্রাসবাদীরা আক্রমণ চালিয়েছে। বিস্ফোরণে আমাদের ৯ জন নাগরিক মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এর আগে, গেল শুক্রবারও গজনী প্রদেশের গিলান জেলার একটি প্রত্যন্ত এলাকার মসজিদে কোরান পাঠের আসর বসেছিল। সেই উপলক্ষে ওই মসজিদে ভিড় জমিয়েছিল ওই এলাকার প্রচুর শিশু। সেসময় ওই এলাকায় মোটরবাইক নিয়ে এসে রকমারি জিনিসপত্র বিক্রি করতে শুরু করে এক ব্যক্তি। 

তা দেখে মসজিদ থেকে বেরিয়ে এসে তাকে ঘিরে ধরতে জিনিস দেখতে শুরু করে শিশুরা। তখনই হঠাত্‍ বিস্ফোরণে কেঁপে ওঠে ওই এলাকা। কালো ধোঁয়ায় ভরে যায় চারিদিক। পরে দেখা যায় ঘটনাস্থলে পড়ে রয়েছে ১৫ জন শিশুর মৃতদেহ।

উপরে