ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০২০ ১৩:০৩

ভারত সফরে যাচ্ছেন বিট্রিশ প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
ভারত সফরে যাচ্ছেন বিট্রিশ প্রধানমন্ত্রী

আগামী বছরের জানুয়ারিতে ভারত সফরে যাচ্ছেন বিট্রিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম ভারত সফর করবেন বিট্রিশ প্রধানমন্ত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, নরেন্দ্র মোদির আমন্ত্রণে সাড়া দিয়ে ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ গ্রহণ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

ভারতের স্বাধীনতার পর দ্বিতীয় কোনো প্রধানমন্ত্রী এই সম্মান পাচ্ছেন। ১৯৯৩ সালে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী জন মেজর প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বরিস জনসন এক বিবৃতিতে আমন্ত্রণ জানানোয় সন্তোষ প্রকাশ করেন এবং এই সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো মজবুত হবে বলে আশা করছেন।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বরিস জনসনের উপস্থিতি নতুন যুগ এবং ভারত-যুক্তরাজ্য সম্পর্কের নতুন পর্যায়ের প্রতীক হয়ে উঠবে।

নির্ধারিত ওই সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।

উপরে