ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০২০ ১২:১৯

আফগানিস্তানে বোমা হামলায় কাবুলের ডেপুটি গভর্নর নিহত

অনলাইন ডেস্ক
আফগানিস্তানে বোমা হামলায় কাবুলের ডেপুটি গভর্নর নিহত

আফগানিস্তানের রাজধানী কাবুলে মঙ্গলবার ভয়াবহ বোমা হামলায় শহরটির ডেপুটি গভর্নর মাহবুবুল্লাহ মোহেবি নিহত হয়েছেন।

নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, অজ্ঞাত হামলাকারীরা তার গাড়িতে একটি বোমা পেতে রেখেছিল।  সেটি বিস্ফোরিত হয়ে তিনি মারা গেছেন। খবর বিবিসির।

এ ঘটনায় তার দুই নিরাপত্তারক্ষীও আহত হয়েছেন।  এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

বিস্ফোরণের সময় ডেপুটি গভর্নর মাহবুবুল্লাহ মোহেবি তার নিরাপত্তারক্ষীদের নিয়ে ভ্রমণ করছিলেন।

এদিকে আফগান শান্তি আলোচনা কাতার থেকে আফগানিস্তানে স্থানান্তরের আহ্বান জানিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। তিনি বলেছেন, পরবর্তী দফার যেকোনো আলোচনা যেন আফগানিস্তানে অনুষ্ঠিত হয়।

যুক্তরাষ্ট্রের আফগান বিষয়ক বিশেষ দূত জালমাই খালিলজাদ বলেছেন, আগামী ৫ জানুয়ারি পূর্বনির্ধারিত তারিখে পরবর্তী আন্তঃআফগান বৈঠক শুরু করতে হবে। এ কাজে দেরি করা উচিত হবে না।

আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার কথা বলে মার্কিন সেনা মোতায়ন করা হলেও এখন পর্যন্ত সেখানে সহিংসতা অব্যাহত রয়েছে।

মঙ্গলবারও পৃথক বোমা হামলায় পশ্চিমাঞ্চলীয় ঘোর প্রদেশের ডেপুটি কাউন্সিলর আব্দুল রহমান নিহত হয়েছেন।

 

উপরে