মহামারী শুরুর পর জাপানে সর্বোচ্চ করোনা সংক্রমণ
অনলাইন ডেস্ক
মহামারী করোনাভাইরাস শুরুর পর গতকাল শনিবার জাপানে সর্বোচ্চ সংখ্যক মানুষ এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন।
রবিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়, গতকাল দেশটিতে করোনাভাইরাসে ৩ হাজার ৩০ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৬২১ জন সংক্রমিত হয়েছেন রাজধানী টোকিওতে। জাপানের রাজধানীতে করোনা সংক্রমণের ক্ষেত্রে এটি সবচেয়ে বড় রেকর্ড।
জাপানে করোনায় সংক্রমিত হয়েছেন মোট ১ লাখ ৭৭ হাজার ৯৯৯ জন। মারা গেছে ২ হাজার ৫৭৫ জন। গতকাল করোনায় একদিনে প্রাণ হারিয়েছে ২৮ জন।
করোনায় সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ২৩ হাজার ৯৯০ জন, এর মধ্যে ৫৭৮ জনের অবস্থা আশঙ্কাজনক।