ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
আপডেট : ৩ ডিসেম্বর, ২০২০ ১২:১৯

রাশিয়ায় ব্যাপকভাবে টিকা প্রয়োগের নির্দেশ

অনলাইন ডেস্ক
রাশিয়ায় ব্যাপকভাবে টিকা প্রয়োগের নির্দেশ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী সপ্তাহে রাশিয়াজুড়ে কোভিড-১৯–এর বিরুদ্ধে একটি বড় আকারে স্বেচ্ছাসেবী টিকাদান কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছেন। নিজেদের উদ্ভাবিত টিকা স্পুটনিক-ভি ৯২ শতাংশ কার্যকর দাবি করার পরেই বুধবার এ নির্দেশনা জারি করেন পুতিন। খবর আলজাজিরার।

আগামী কয়েকদিনে দেশটিতে ২০ লাখ টিকা উৎপাদন করা হবে। তিনি বলেছেন, রাশিয়া উদ্ভাবিত স্পুটনিক-৫ টিকাটি পাওয়ার তালিকার শুরুতেই থাকবেন শিক্ষক ও চিকিৎসকেরা। রাশিয়ার তৈরি স্পুটনিক-৫ টিকাটির ক্লিনিক্যাল পরীক্ষা অসম্পূর্ণ থাকলেও দেশটির নিয়ন্ত্রকেরা এর অনুমোদন দিয়ে দিয়েছেন।

এ টিকাটির দুটি ডোজ ইনজেকশন হিসেবে নিতে হয়। স্পুটনিক-৫ ছাড়াও আরও একটি টিকার জরুরি অনুমোদন দিয়েছে দেশটি। তৃতীয় আরেকটি টিকা নিয়েও রাশিয়া কাজ চালিয়ে যাচ্ছে।

রাশিয়া ইতিমধ্যে উচ্চ ঝুঁকিতে থাকা এক লাখ মানুষকে টিকা দিয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাস্কো জাতিসংঘের কাছে স্পুটনিক-৫ টিকা নিয়ে পৃথক এক উপস্থাপনায় এ তথ্য জানান। তার উপস্থাপনা অনুযায়ী, বিশ্বে বর্তমানে ৪৫ হাজারের বেশি মানুষের ওপর উপস্থাপনা টিকাটির পরীক্ষা চলছে।

 

উপরে