ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
আপডেট : ৯ নভেম্বর, ২০২০ ১৬:১৮

ওরা চোর, ওরা ভোট চুরি করেছে: ট্রাম্প

অনলাইন ডেস্ক
ওরা চোর, ওরা ভোট চুরি করেছে: ট্রাম্প

নির্বাচনে ভোটগণনার প্রবণতা জো বাইডেনের দিকে সামান্য ঝুঁকে পড়ার পর থেকেই ‘ভোটচুরি’র অভিযোগ তুলেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি আদালতে পর্যন্ত টেনে নিয়ে গিয়েছেন সেই অভিযোগ। আদালত হতাশ করলেও সুর আরও চড়ালেন ট্রাম্প।

গতকাল রোববার (৮ নভেম্বর) ট্রাম্প টুইট করে ডেমোক্র্যাটদের চোর বলে অভিহিত করেছেন। নির্বাচনের ভোট গণনার পর ফলাফলে বাইডেনকে যখন একের পর এক অঙ্গরাজ্যে বিজয়ী হওয়ার পথে এগোচ্ছিলেন তখন ‘ভোটচুরির’ অভিযোগ তুলে সরব হন ট্রাম্প। ভোট জালিয়াতি হয়েছে দাবি করে কয়েকটি অঙ্গরাজ্যে মামলাও করেন। কিন্তু আদালত তাকে হতাশ করলেও এখনো নিজের অবস্থানে অনড় ট্রাম্প।   রোববার রাতে এক টুইট বার্তায় ট্রাম্প লিখেছেন, ‘আমরা মনে করি এই লোকগুলো চোর। শহরের সকল ভোট যন্ত্রগুলো দুর্নীতিগ্রস্ত। এটা চুরির নির্বাচন। ব্রিটেনের সেরা ভোট বিশেষজ্ঞ বলেছেন, স্পষ্ঠতই এটা চুরির নির্বাচন ছিল। কারণ কিছু রাজ্যে বারাক ওবামাকেও টপকে গিয়েছেন জো বাইডেন; যা কল্পনাতেও অসম্ভব।’  তবে ট্রাম্পের এমন অভিযোকে একেবারেই পাত্তা দিতে নারাজ বাইডেনের ডেমোক্র্যাট শিবির। বিপরীতে এই মুহুর্তে তারা জয়ের আনন্দ উপভোগ করছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনও দেশটিতে গত ৩ নভেম্বরের নির্বাচনে কোনও ধরনের জালিয়াতির প্রমাণ পায়নি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে।

উপরে