এবার হোয়াইট হাউসের ‘চিফ’ আক্রান্ত

হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ মার্ক মিডোস করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। সিএনএন ও ব্লুমবার্গের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
সিএনএনকে বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের দুই কর্মকর্তা। তবে তিনি কবে কখন করোনা পরীক্ষা করেছিলেন তা স্পষ্ট হওয়া যায়নি এখনও।
তিনি রোববার ও সোমবার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভ্রমণসহ মঙ্গলবার হোয়াইট হাউসে পার্টিতেও উপস্থিত ছিলেন।
হোয়াইট হাউসের অন্যান্য কর্মকর্তারা এখন সংক্রমণের আশঙ্কা করছেন বলেও জানা গেছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তা করোনায় আক্রান্ত হন। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়াও ভাইরাসে সংক্রমিত হন।
গত অক্টোবর থেকে ট্রাম্পের যেসব কর্মকর্তা করোনায় আক্রান্ত হন, তাদের মধ্যে প্রেস সেক্রেটারি কেইলিগ ম্যাকানি, নীতি উপদেষ্টা স্টিফেন মিলার ও হপ হিকস রয়েছেন।
বিশ্বে করোনা সবচেয়ে বেশি আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রে। এখন পর্যন্ত ৯৭ লাখ মানুষ ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন। আর তাদের মধ্যে দুই লাখ ৩৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে।