ঢাকা, সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
আপডেট : ৫ নভেম্বর, ২০২০ ১২:১৭

বাইডেন ২৬৪, ট্রাম্প ২১৪

অনলাইন ডেস্ক
বাইডেন ২৬৪, ট্রাম্প ২১৪

সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুযায়ী বাইডেন ২৬৪, ট্রাম্প ২১৪। নিশ্চিত বিজয়ের পথে জো বাইডেন। গতকাল সরাদিন পোস্টাল ব্যালটগুলো গণনার প্রেক্ষিতে বাইডেনের বিজয় সুনিশ্চিত হয়ে উঠেছে।

ব্যাটলফিল্ড দুটি মিশিগান এবং উইলসন্স বিজয়ের ফলে এখন এই নির্বাচনের ফলাফল মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। যদিও ট্রাম্পের সমর্থকরা বলেছেন উইলসনস এবং পেনসিলভানিয়া নিয়ে মামলা করবেন। এখন ছোট ছোট দুএকটি অঙ্গ রাজ্য বিজয়ী হলেই জো বাইডেনের বিজয় সুনিশ্চিত হবে।

এবার নির্বাচন ছিলো অত্যান্ত হাড্ডাহাড্ডি। মার্কিন নির্বাচনে যে রীতিতে ফলাফল ঘোষণা করা হয় এবার সেই রীতিতে ঘোষণা হয়নি ফলাফল। তবে ধারণ করা হচ্ছে কিছুক্ষণের মধ্যে ফলাফল ঘোষণা করে বিজয়ীর নাম প্রকাশ করা হবে এবং সেটা যে জো বাইডেন সেটা নিশ্চিত। তবে জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচতি হলেও সিনেটের আধিপত্য রিপাবলিকনরাই বজায় রাখছে। অবশ্য হাউজ ডেমক্রেটদের নিয়ন্ত্রণেই থাকবে।

উপরে