জমে উঠেছে নির্বাচন, অনেকটা এগিয়ে বাইডেন

মার্কিন নির্বাচনের ভোটগ্রহণ শেষের পথে। এর মধ্যে ভোটগ্রহণ শেষে ফল আসতে শুরু করেছে। আর অনুমিতভাবেই হাড্ডাহাড্ডি লড়াই চলছে ফ্লোরিডায়। এদিকে জমে উঠেছে ট্রাম্প বাইডেন লড়াই। হাড্ডাহাড্ডি লড়াই চলছে তাদের।
যুক্তরাষ্ট্রে মোট ইলেকটোরাল ভোটের সংখ্যা ৫৩৮। মাইন ও নেব্রাসকা এই দুটো অঙ্গরাজ্য বাদে বাকি সবগুলো রাজ্যের ইলেকটোরাল ভোট যোগ দিলে যে প্রার্থী ২৭০টি বা তারও বেশি ভোট পাবেন তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।
প্রাথমিক ফলাফলে ৯২টি ইলেকটোরাল ভোট জিতেছেন ট্রাম্প। অপরদিকে ট্রাম্পের থেকে বেশ এগিয়ে রয়েছে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন। ১৩১ টি ইলেকটোরাল ভোট পেয়ে এগিয়ে আছেন তিনি। অপরদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় জানিয়েছেন, ‘সারা দেশে আমরা সত্যিই খুব ভালো অবস্থানে আছি। ধন্যবাদ সবাইকে।’ ইন্ডিয়ানা এবং কেনটাকি রাজ্যে ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই তিনি এ মন্তব্য করেন।
জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। তিনি বলেন, পেনসিলভানিয়া, মিশিগান এবং উইসকনসিনে জয়ের ব্যাপারে আশবাদী তিনি। মধ্যপশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলো ব্লু ওয়াল নামে পরিচিত।