নিউ ইয়র্কের একটি কেন্দ্রে কোনো ভোটারই নেই
অনলাইন ডেস্ক

সারাবিশ্বের মানুষের কাছে জল্পনা কল্পনার কেন্দ্রবিন্দু হিসাবে এখন পরিণত হয়েছে ৫৯তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এবারের নির্বাচনে দেশটিতে ১০ কোটি লোক আগাম ভোট দিয়ে ১০০ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে।
তবে মঙ্গলবার নির্বাচনের দিন সকাল সাড়ে আটটায় নিউ ইয়র্কের ব্রুকলিন হাইটসের সেইন্ট ফ্রান্সিস কলেজ ভোট কেন্দ্রে ভোটারদের কোনো লাইনই নেই। এই ঘটনার পর ওই কেন্দ্রের নির্বাচন কর্মীরা বেশ বিস্মিত।
ধারণা করা হচ্ছে এই কেন্দ্রের প্রায় সব ভটারই আগাম ভোট দিয়েছেন। নিউ ইয়র্কের এই অঞ্চলে ১১ লাখ মানুষ আগাম ভোট দিয়েছেন। নির্বাচনের দিন ভোট কেন্দ্রগুলো কেন এত ফাঁকা সেটা এ থেকে বোঝা যায়।
এদিকে ডোনাল্ড ট্রাম্প আর ক্ষমতায় আসতে পারবেন না এমন একটি ধারণা যেমন ছড়িয়ে পড়েছে, আবার আলোচনায় এসেছে ট্রাম্পই আবার ক্ষমতায় আসছেন।