মাস্ক বাধ্যতামূলক করার কথা বললেন ফাউসি

কয়েক মাস আগে মাস্ক পরা বাধ্যতামূলক করার বিষয়ে ফেডারেল আদেশ জারি নিয়ে নিজের অনাগ্রহের কথা জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগবিষয়ক প্রধান গবেষক ড. অ্যান্থনি ফাউসি।
গত ১৫ সেপ্টেম্বর এক সম্মেলনে তিনি বলেছিলেন, ‘মাস্ক পরা নিয়ে কোনো জাতীয় আদেশ সম্ভবত কাজে আসবে না।’ অন্য এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, আমেরিকানদের মাস্ক পরতে উৎসাহ দিলেই কাজ হবে। এতে মাস্ক ব্যবহারকারীদের সংখ্যা বাড়বে। এ বিষয়ে ফেডারেল আদেশ জারির ব্যাপারে বলেছিলেন যে তিনি স্বৈরতান্ত্রিক প্রক্রিয়া পছন্দ করেন না।
কিন্তু অতিসম্প্রতি নিজের অবস্থান বদলেছেন ফাউসি। শুক্রবার তিনি সিএনএনকে বলেছেন, ‘যদি মানুষজন মাস্ক না পরে তাহলে এটাকে বাধ্যতামূলক করার আদেশ জারি করতে হবে।’ তবে ফাউসি মনে করেন, ‘মাস্ক পরতে বাধ্য করানোটা কঠিন।’
যুক্তরাষ্ট্রে শুক্রবার ৩২টি রাজ্যে সংক্রমণ বেড়েছে। ফাউসি এজন্য মাস্ক না পরাকে দায়ী করেছেন। তার মতে, মাস্ক পরা ও সামাজিক দূরত্ব মেনে চললে আর হাত ধুলে সংক্রমণ কমে যেত। ‘এগুলো খুবই সামান্য কাজ। কিন্তু আমরা সেগুলো সবাই করছি না। সংক্রমণ বৃদ্ধির পেছনে এর ভূমিকা রয়েছে।’