ঢাকা, সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
আপডেট : ২৫ অক্টোবর, ২০২০ ১৭:১৮

৫ নভেম্বর থেকে ভারত-বাংলাদেশ রুটে চলবে স্পাইসজেট

অনলাইন ডেস্ক
৫ নভেম্বর থেকে ভারত-বাংলাদেশ রুটে চলবে স্পাইসজেট

ভারতের বিমান সংস্থা স্পাইসজেট আগামী ৫ নভেম্বর থেকে বাংলাদেশ-ভারতের বিভিন্ন রুটে পরিসেবা চালু করবে। ২৮ অক্টোবর এয়ার বাবল আয়োজনে ২ দেশের মধ্যে আবারও বিমান চলাচল শুরু হবে।

জানা গেছে, করোনার কারণে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটগুলো স্থগিত হওয়ার পর ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক যাত্রী পরিসেবা পুনরায় চালু করার জন্য অস্থায়ীভাবে এয়ার বাবলের আয়োজন করা হয়। ২০২১ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত এভাবে বিমান চলাচল করবে।   বাংলাদেশের সিভিল অ্যাভিয়েশন অথরিটি বলছে, বাংলাদেশের ৩টি বিমান সংস্থা- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স এবং নভো এয়ার প্রথমে সপ্তাহে ২৮টি ফ্লাইট পরিচালনা করবে।

অন্যদিকে ভারতের এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেট, ভিসতারা এবং গোএয়ার সপ্তাহে ২৮টি ফ্লাইট পরিচালনা করবে ২ দেশের মধ্যে।

উপরে