ঢাকা, সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
আপডেট : ২৪ অক্টোবর, ২০২০ ১০:০৭

শনিবার ভোট দেবেন ট্রাম্প

অনলাইন ডেস্ক
শনিবার ভোট দেবেন ট্রাম্প

মার্কিন নির্বাচনে ভোটগ্রহণ আগামী ৩ নভেম্বর। তবে নির্বাচনে আগাম ভোট দিতে যাচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আগামীকাল শনিবার ফ্লোরিডায় ওয়েস্ট পাম বিচে ভোট দেবেন ট্রাম্প। খবর বার্তা সংস্থা এএফপির।

ডোনাল্ড ট্রাম্পের বাসস্থান হচ্ছে ফ্লোরিডায়। সেখানে তার দুটি বিশাল গলফ রিসোর্ট আছে। এর মধ্যে একটি ওয়েস্ট পাম বিচের আটলান্টিক বিচ টাউনে অবস্থিত।

করোনা মহামারির মধ্যে ভিড় এড়াতে এবার রেকর্ডসংখ্যক মার্কিন নাগরিক আগাম ভোট দিচ্ছেন।

এদিকে, শুক্রবার সেন্ট্রাল ফ্লোরিডায় রিপাবলিকান পার্টির একটি র‌্যালি হওয়ার কথা রয়েছে। সেই র‌্যালিতে প্রেসিডেন্ট ট্রাম্প উপস্থিত থাকতে পারেন বলে আশা করা হচ্ছে।

 

উপরে