‘মুসলিম দেশগুলোর নিরাপত্তার দিকে দৃষ্টিপাতই করে না আমেরিকা’

ইরানের জাতীয় সংসদের স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ বলেছেন, আফগানিস্তানে ধ্বংসাত্মক ভূমিকা পালন করছে আমেরিকা এবং প্রকৃতপক্ষে ওয়াশিংটন মুসলিম দেশগুলোর নিরাত্তার কথা কখনো বিবেচনা করে না।
রবিবার আফগানিস্তানের হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকন্সিলিয়েশন বা এইচসিএনআর’র প্রধান ড. আবদুল্লাহ আবদুল্লাহর সঙ্গে রাজধানী তেহরানে এক বৈঠকে একথা বলেন কলিবফ। বৈঠকে তিনি আফগান সরকার ও সংবিধানের প্রতি ইরানের সমর্থনের কথা ব্যক্ত করেন।
ইরানি স্পিকার বলেন, “আমেরিকা শুধুমাত্র তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় এবং তাতে মুসলিম দেশগুলোর কতটা ক্ষতি হল সেদিকে তাদের কোনও খেয়লাই থাকে না। আমেরিকা মুসলিম দেশগুলোর উন্নতি ও নিরাপত্তার দিকে মোটেই দৃষ্টিপাত করে না।” বাকের কলিবফ বলেন, ১৯৭৯ সালে সোভিয়েত আগ্রাসন থেকে আফগানিস্তান নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতায় ভুগছে এবং মার্কিন বাহিনীর উপস্থিতিতেও বর্তমানে সেই একই অবস্থা বিরাজ করছে। মার্কিন সেনারা আসলে আফগানিস্তানে নিজেদের স্বার্থ ছাড়া অন্য কিছু দেখবে না বলেও তিনি মন্তব্য করেন।
বৈঠকে ড. আবদুল্লাহ বলেন, আফগানিস্তানের সাংবিধানিক কাঠামোর আওতায় দেশটিতে শান্তি প্রতিষ্ঠার জন্য সমর্থন দিয়ে আসছে ইরান। পরে তিনি এক টুইটার পোস্টে বলেন, স্পিকার বাকের কলিবফের সঙ্গে আফগানিস্তানের শান্তি প্রক্রিয়া এবং দোহা সংলাপ নিয়ে আলোচনা হয়েছে। কলিবফ আশ্বস্ত করেছেন যে, ইরানের সংসদ আফগানিস্তানে টেকসই শান্তির প্রতি সমর্থন দেবে।