ঢাকা, সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
আপডেট : ১৮ অক্টোবর, ২০২০ ১২:৪৮

ওমরাহ’র দ্বিতীয় ধাপ শুরু

অনলাইন ডেস্ক
ওমরাহ’র দ্বিতীয় ধাপ শুরু

দীর্ঘ সাত মাস পর আবারও কাবা-চত্বর উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ফলে ধীরে ধীরে আবার সেই চিরচেনা রূপ ফিরতে শুরু করেছে পবিত্র এই স্থান। আজ রোববার (১৮ অক্টোবর) থেকে ওমরাহ চালুর দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।

এ দিন থেকে দৈনিক ১৫ হাজার মুসল্লি ওমরাহ পালনের সুযোগ পেয়েছেন। সেই সঙ্গে মসজিদে হারামে ৪০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পাচ্ছেন। ওমরাহর দ্বিতীয় ধাপে প্রবাসীসহ সৌদি আরবের মোট আড়াই লাখ নাগরিক এই সুযোগ পান। এ ছাড়া ৪ অক্টোবর থেকে শুরু হওয়া ওমরাহর প্রথম ধাপে দৈনিক ছয় হাজার মানুষ ওমরাহ পালনের সুযোগ পেয়েছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ওমরাহ শুরুর প্রথম ধাপ অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রথম ধাপে ওমরাহ পালনকারীদের মধ্যে কেউ করোনায় আক্রান্ত হননি। ওমরাহ শুরুর প্রথম ১৩ দিনে ৭৫ হাজার মুসল্লি ওমরাহ পালন করেছেন। সৌদি সরকার ও মসজিদুল হারামাইন কর্র্তৃপক্ষ মুসল্লিদের যাবতীয় নিরাপত্তা, সুযোগ-সুবিধা নিশ্চিত করেছে। ওমরাহ পালনকারীদের মধ্যে বিভিন্ন উপহার বিতরণ করেছে। এ কাজে মসজিদুল হারামের ইমাম ও খতিবরাও অংশ নিয়েছেন। ফলে ওমরাহ পালনকারীদের মধ্যে সাহস সঞ্চারিত হয়েছে।

উপরে